গ্রেপ্তারি পরোয়ানা ছাড়া কাদের ইশারায় ও যোগসাজশে গুমের শিকার বিএনপি নেতা সাজেদুল ইসলামের ভাই সাইফুল ইসলামকে (শ্যামল) তুলে নেওয়ার হয়েছে, তা উদ্ঘাটন করে আগামী ২৪ ঘণ্টার মধ্যে দেশবাসীকে জানানোর দাবি জানিয়েছে গুমের শিকার ব্যক্তিদের স্বজনদের সংগঠন ‘মায়ের ডাক’। আজ মঙ্গলবার বিকেলে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলনে সংগঠনের নেতারা এ দাবি জানিয়েছেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ‘মায়ের ডাক’-এর সমন্বয়ক সানজিদা ইসলাম। তাঁর ভাই সাইফুল ইসলাম। লিখিত বক্তব্যে বলা হয়, যাঁরা এই জোরপূর্বক তুলে নেওয়ার কাজে জড়িত, তাঁদের বিচারের আওতায় আনতে হবে। পেছনের কুশীলবদের মুখোশ উন্মোচন করতে হবে। যদি তিন দিনের মধ্যে কার্যকর পদক্ষেপ না নেওয়া হয়, তাহলে মায়ের ডাক রাজপথে কর্মসূচি দেবে।