গণিতের শিক্ষক নেবে রাজ্যের নবসারি জেলার বিদ্যালয়টি। এ জন্য একটি বিজ্ঞাপন দিয়েছে কর্তৃপক্ষ। বিজ্ঞাপনটির অভিনবত্বে যে কারোরই চোখ আটকে যাওয়ার কথা। ঠিকানা উল্লেখের পাশাপাশি সেখানে আবেদনকারীদের ফোন নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে। তবে ফোন নম্বরের জায়গায় বসিয়ে দেওয়া হয়েছে অঙ্কের একটি সমীকরণ। অর্থাৎ সমীকরণটিতে লুকিয়ে আছে ফোন নম্বর। আবেদন করতে হলে আগ্রহী প্রার্থীকে আগে সমীকরণটি সমাধান করতে হবে।
এনডিটিভি জানায়, বিজ্ঞাপনটি এতটাই বিস্ময় তৈরি করেছে যে তা সামাজিক যোগোযোগমাধ্যমে বেশ সাড়া ফেলেছে। বিষয়টি নজর এড়ায়নি ধনকুবের হর্ষ গোয়েঙ্কার। চার লাইনের ছোট্ট বিজ্ঞাপনটি নিজের টুইটারে পোস্ট করেন তিনি। একটি হাসির ইমোজি দিয়ে তিনি লিখেছেন, ‘বিজ্ঞাপনটা দেখলাম!’
গত শনিবার সন্ধ্যায় টুইট করেছিলেন গোয়েঙ্কা। সেটি প্রায় ২০ লাখ ব্যবহারকারী দেখেছেন। লাইক পড়েছে সাড়ে ২১ হাজারের বেশি।