ঈদের সিনেমার মধ্যে ব্যবসায়িক দিক থেকে সবচেয়ে বেশি আয় করে আলোচনায় রয়েছে শাকিব খানের ‘বরবাদ’। প্রযোজনা প্রতিষ্ঠান সূত্রে জানা যায়, মুক্তির সাত দিনে টিকিট বিক্রি থেকে সিনেমাটির আয় সাড়ে ২৭ কোটি টাকা। এই আয় প্রযোজনা প্রতিষ্ঠানের প্রত্যাশার চেয়ে বেশি। প্রযোজনা প্রতিষ্ঠানের ধারণা, সিনেমাটি ঢালিউডে মাইলফলক হয়ে থাকবে। তাদের প্রত্যাশা, শিগগিরই সিনেমা শত কোটি টাকা আয়ের পথে হাঁটবে। এই আয় আদৌ সম্ভব কি না, সেই প্রশ্ন তুলেছেন অনেকে। আবার কেউ কেউ যুক্তি দেখাচ্ছেন, সিনেমাটি শত কোটির লক্ষ্যে পৌঁছাতে পারবে। কোন পথে বরবাদ শত কোটি আয় করতে পারে?
হলিউড বা বলিউডে ১০০ কোটি আয় করা আহামরি কোনো ব্যাপার নয়। একের পর এক দেশ–বিদেশের সিনেমাগুলো শত শত কোটি টাকা আয় করে রেকর্ড গড়ছে। অন্যদিকে বাংলা সিনেমার কত টিকিট বিক্রি হলো, সেই হিসাব পাওয়াই কঠিন। এখন পর্যন্ত সর্বাধিক সিনেমায় আয় কত, সেটা নিয়েও রয়েছে বিতর্ক। সেখানে কোনো হিসাবে ‘বরবাদ’ ১০০ কোটির ক্লাবে পা দেবে?