আওয়ামী লীগ থেকে রাষ্ট্রপতি পদে কাকে সমর্থন দেওয়া হবে, এ নিয়ে দলীয় কোনো ফোরামেই আলোচনা হয়নি বলে দাবি করেছেন দলটির একাধিক প্রভাবশালী নেতা। তাঁরা বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন নামের কথা শোনা গেলেও তাঁর কোনো ভিত্তি নেই। তাই সংসদীয় দলের বৈঠকটি গুরুত্বপূর্ণ।

সূত্র বলছে, কাকে প্রার্থী করা হবে, এসব বিষয়ে বিস্তারিত আলোচনার রেওয়াজ নেই। দলীয় প্রধান শেখ হাসিনা নিজে কিংবা তিনি সংসদীয় দলের একজন সদস্যের মাধ্যমে একজনের নাম প্রস্তাব করেন, সবাই তাতে সমর্থন দেন। কেউ আর বিকল্প প্রার্থীর নাম প্রস্তাব করেন না।

রাষ্ট্রপতি পদে যাঁদের নাম আলোচনায় আছে, তাঁদের মধ্যে প্রধানমন্ত্রীর অর্থনৈতিক বিষয়ের উপদেষ্টা মসিউর রহমানের নাম বেশি আলোচিত হচ্ছে দলে। এর বাইরে জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী, সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, মোস্তাফিজুর রহমান ফিজার, সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক, মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য আ আ ম স আরেফীন সিদ্দিকসহ বেশ কয়েকজনের নাম আলোচনায় রয়েছে।

দলটির নেতারা বলছেন, প্রধানমন্ত্রী এখনো নিজের পছন্দের কথা প্রকাশ করেননি। এ জন্য দলের নেতারা নানা নাম নিয়ে আলোচনা করছেন।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews