দিনাজপুরে থানার ওসি পরিচয় দিয়ে বাবা ও ছেলেকে জিম্মি করে ১ লাখ টাকা চাঁদা দাবি করায় আব্দুর রাজ্জাক নামে এক ছাত্রদল নেতাকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছে জনতা। এ বিষয়ে কোতোয়ালি থানায় আব্দুর রাজ্জাকসহ ৮ জনের নাম উল্লেখ করে অপহরণ ও চাঁদাবাজির মামলা হয়েছে।

বৃহস্পতিবার দিবাগত রাতে উপজেলার ৪নং শেখপুরা ইউনিয়নের ভাটিনা ঠাকুরবাড়ি গ্রামের চাকলাদার পুকুরপাড় নামক স্থানে এ ঘটনা ঘটে।

রাজ্জাক সদর উপজেলা ছাত্রদলের আহবায়ক। রাজ্জাককে সংগঠন থেকে বহিষ্কার করেছে কেন্দ্রীয় ছাত্রদল।

মামলার এজাহারে উল্লেখ করা হয়, বৃহস্পতিবার রাত ৮টার দিকে আব্দুর রাজ্জাক ও তার সঙ্গীরা চৈতু বর্মণ ও তার ছেলে ইমনকে ভাটিনা ঠাকুরবাড়ি গ্রামের চাকলাদার পুকুরপাড় নামক স্থানে ডেকে নেন। এরপর রাজ্জাক নিজেকে ওসি পরিচয় দিয়ে মিথ্যা মামলায় ফাঁসানোর ভয় দেখিয়ে ১ লাখ টাকা দাবি করেন। বিষয়টি চৈতু বর্মণের সন্দেহ হলে এলাকার লোকজনকে ডাক দেন। ডাক শুনে লোকজন ঘটনাস্থলে এলে রাজ্জাক ও তার সঙ্গীরা পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। এ সময় জনতা তাদের আটক করে পিটুনি দিয়ে পুলিশের হাতে সোপর্দ করে।

কোতোয়ালি থানার ওসি মতিউর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, পুলিশ সেজে অপহরণ ও চাঁদাবাজি করার অভিযোগে ইমনের বাবা চৈতু বর্মণ বাদী হয়ে শুক্রবার থানায় মামলা করেছেন। মামলার এজাহারভুক্ত আসামিরা হলো আব্দুর রাজ্জাক, মো. আপেল, শাহীনুর ইসলাম, মো. শান্ত, মো. আক্তারুল, উজ্জ্বল রায়, তাপস রায় ও মহেশ চন্দ্র রায়।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews