নেহা মারদা মা হতে যাচ্ছেন

অভিনয়ে সবার নজর কেড়েছিলেন নেহা মারদা। ‘বালিকা বধূ’ ধারাবাহিকের সঙ্গে জড়িয়েছে অনেক স্মৃতি। কালার্স চ্যানেলের এই জনপ্রিয় মেগার ‘গহনা’কে মনে আছে তো? সেই মারদা বিয়ের ১০ বছর পর বৃহস্পতিবার জানালেন,  ইনস্টাগ্রামে সুখবর ভাগ করে নিলেন অভিনেত্রী।  

বৃহস্পতিবার অভিনেত্রী জানান শীঘ্রই দুই থেকে তিন হতে চলেছেন, তিনি ও তাঁর স্বামী আয়ুষ্মান আগারওয়াল।

বিজ্ঞাপন

এদিন মেটারনিটি ফটোশ্যুটের ছবি দিয়ে সুখবর ভাগ করে নিলেন নেহা।

এদিন আঁটোসাটো লাল গাউনে নিজের বেবি বাম্প দেখা গেল নেহার। অন্যদিকে সাদা-কালো ফর্ম্যাল পোশাকে পাওয়া গেল নেহার স্বামীকে। প্রকৃতির কোলে দাঁড়িয়ে শরীরে নতুন প্রাণের উপস্থিতির কথা জানালেন হিন্দি টেলিভিশনের এই পরিচিত মুখ।

খবর শেয়ার করতে গিয়ে নেহা লেখেন- ‘শ্রী শিবায়ে নমস্তুভ্যং, অবশেষে ভগবান আমার মধ্য়ে আর্বিভূত হতে চলেছেন। সন্তান আসছে ২০২৩ সালে’। রশমি দেশাই, অনিতা হাসনন্দানি-সহ টেলি পাড়ার এক ঝাঁক তারকা শুভেচ্ছা জানিয়েছেন নেহাকে।

২০১২ সালে ব্যবসায়ী আয়ুষ্মানকে বিয়ে করেছিলেন অভিনেত্রী। বিয়ের দশ বছরের মাথায় সন্তানসম্ভবা নায়িকা। ‘বালিকা বধূ’ ছাড়াও ডোলি আরমানো কি, কিঁউ রিস্তোমে কাট্টি বাট্টি-সহ একাধিক সিরিয়ালে দেখা মিলেছে নেহার।  

শুধু ফিকশনই নয়, ঝলক দিখলা জা (সিজন ৮) এবং খতরোকে খিলাড়ি সিজন ৮-এরও প্রতিযোগী হিসাবে দেখা যায় নেহাকে।

ইনস্টাগ্রাম, হিন্দুস্তান টাইমস



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews