হংজুয়ান দেখতে পান, তাঁর স্বামী ডাচেং যে বাড়ি নিজের বলে দাবি করেছিলেন, সেটি আসলে ভাড়া করা। আর ডাচেং কখনোই কাজে যেতেন না। আসক্ত ছিলেন লটারির টিকিট কেনায়। গরু বিক্রির অর্থও লটারির টিকিট কিনতে খরচ করেছিলেন তিনি।
গরু বিক্রির অর্থ শেষ হলে গত জানুয়ারিতে হংজুয়ানকে বাবার বাসায় চলে যেতে বলেন ডাচেং। এরপর তিনি স্ত্রীকে একা রেখে চলে যান। তবে হংজুয়ানের কাছে বাবার বাসায় যাওয়ার মতো অর্থও ছিল না। ফলে স্বামীকে ফোন করেন। তখন আবিষ্কার করেন, স্বামী তাঁর ফোন নম্বর বদলেছেন। এমনকি সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের অ্যাকাউন্টগুলোও ডিলিট করে দিয়েছেন।