ছবি: সংগৃহীত

ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে বৈঠক করেছেন আওয়ামী লীগের নেতারা।

সোমবার (২৮ নভেম্বর) রাতে গুলশানে আ.লীগের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. শাম্মী আহমেদের বাসায় এ বৈঠক অনুষ্ঠিত হয়।

পিটার হাসের সঙ্গে এ বৈঠকে উপস্থিত ছিলেন দলটির যুগ্ম সম্পাদক মাহবুবউল আলম হানিফ, শাম্মী আহমেদ ও মার্কিন দূতাবাসের রাজনৈতিক কর্মকর্তা ম্যাথিউ বে।

বৈঠক শেষে মাহবুব উল আলম হানিফ গণমাধ্যমকে বলেন, কুশল বিনিময় ও আলাপচারিতা হয়েছে। প্রধানমন্ত্রীর নেতৃত্বে চট্টগ্রামে বিশাল ইন্ডাস্ট্রিয়াল পার্কে সব সুযোগ-সুবিধা নিশ্চিত করা হচ্ছে। আমেরিকানদের তারা জানাতে পারে যে, এখানে বিনিয়োগ করতে পারে।

তিনি আরও বলেন, জবাবে রাষ্ট্রদূত বলেছে, বিষয়টি জানেন, তবে কিছু সমস্যা আছে। আমাদের এখানে আমলাতান্ত্রিক জটিলতায় যেকোনো কাজ দেরি হয়। তবে আমি বলেছি, সবকিছু ডিজিটালাইজ করা হচ্ছে। ভবিষ্যতে হয়তো সমস্যা হবে না।

বৈঠক শেষে মার্কিন রাষ্ট্রদূত ও আওয়ামী লীগ নেতারা একসঙ্গে নৈশভোজ সারেন।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews