বন্যা প্রতিরোধে গাফিলতির অভিযোগে ৩০ কর্মকর্তার মৃত্যুদণ্ড দেওয়ার অভিযোগ উঠেছে উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উনের বিরুদ্ধে। দেশটির প্রতিবেশী রাষ্ট্র দক্ষিণ কোরিয়ার কয়েকটি সংবাদমাধ্যমের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

দক্ষিণ কোরীয় সংবাদমাধ্যমের দাবি, জুলাইয়ে উত্তর কোরিয়ায় বড় ধরনের বন্যা হয়েছে। ভূমিধস, ভারি বৃষ্টি এবং বন্যায় প্রাণ হারিয়েছেন হাজার হাজার মানুষ। ঘরছাড়া হয়েছেন অজস্র। যারা চেষ্টা করলে ক্ষয়ক্ষতি কমানো যেতো, তেমন বেশ কয়েক জন সরকারি কর্মকর্তার মৃত্যুদণ্ডের সাজা দিয়েছেন কিম।

বৃহস্পতিবার ইন্ডিয়ান এক্সপ্রেস জানিয়েছে, দক্ষিণ কোরিয়ার সোশান টিভি চ্যানেল এ ব্যাপারে উত্তর কোরিয়ার এক সূত্রকে উদ্ধৃত করে এই খবর প্রকাশ করেছে। তারা বলেছে, গত মাসে অর্থাৎ আগস্টের শেষের দিকে এসব কর্মকর্তার মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে।

রাষ্ট্রীয়ভাবে এই ঘটনার সত্যতা নিশ্চিত করেনি উত্তর কোরিয়া কর্তৃপক্ষ। তবে উত্তর কোরিয়ার সেন্ট্রাল নিউজ় এজেন্সির (এনসিসিএনএ) একটি রিপোর্টে বলা হয়েছে, জুলাই মাসেই বন্যায় ক্ষয়ক্ষতির জন্য দায়ী সরকারি কর্মচারীদের বিরুদ্ধে ‘কঠোর শাস্তি’র নির্দেশ দিয়েছিলেন কিম। 

২০১১ সালে উত্তর কোরিয়ার রাষ্ট্র ক্ষমতায় আসেন কিম জং উন। এরপর থেকে বিভিন্ন সময় অদ্ভুত নানা খবরের শিরোনাম হয়ে আসছেন তিনি।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews