গোপন নথি ফাঁসের শাস্তি হিসেবে একজন বেসামরিক ব্যক্তিকে অপহরণ ও হত্যা করা কোনোভাবেই সন্ত্রাসবাদবিরোধী কর্মকাণ্ড হিসেবে চালিয়ে দেওয়ার সুযোগ নেই। আন্তর্জাতিক অঙ্গনে এমন উদ্যোগ সমালোচিত হতো। এরপরও পম্পেওর নেতৃত্বাধীন সিআইএ অ্যাসাঞ্জের বিরুদ্ধে আগ্রাসী উদ্যোগ নেওয়ার কথা ভেবেছিল। তবে কী কারণে ওই সময় এ উদ্যোগ বাস্তবায়ন করা হয়নি, সেটা জানা যায়নি।

যুক্তরাষ্ট্রে অ্যাসাঞ্জের আইনজীবী ব্যারি পোলাক সিআইএর বিরুদ্ধে এমন অভিযোগের বিষয়ে মুখ খুলতে রাজি হননি। তবে ইয়াহু নিউজকে তিনি বলেন, ‘সত্য ও সঠিক নথি প্রকাশের অভিযোগে বিচারিক প্রক্রিয়াকে পাশ কাটিয়ে মার্কিন সরকার একজন বেসামরিক মানুষকে অপহরণ ও হত্যার পরিকল্পনা করেছিল, যুক্তরাষ্ট্রের নাগরিক হিসেবে এটা আমার জন্য অপমানজনক।’



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews