অতিরিক্ত দর্শকের ভিড়, তাদের মধ্যে হাতাহাতি ও চেয়ার ছোড়াছুড়িতে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে রাজবাড়ী গ্রামে জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’র শুটিং প্রায় দুই ঘণ্টা ব্যাহত হয়েছে। রাণীশংকৈল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রকিউল হাসান গতকাল সকালে জানান, বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় অনুষ্ঠানটি শুরু হওয়ার কথা ছিল। জেলার প্রাচীন প্রত্নতাত্ত্বিক স্থান রাজা টংকনাথের রাজবাড়ী প্রাঙ্গণে আয়োজকরা স্থানীয় প্রশাসনের সহায়তায় প্রায় ৪ হাজার দর্শকের বসার ব্যবস্থা করেছিলেন। সেই অনুযায়ী আয়োজক ও জেলা প্রশাসন দর্শকদের আমন্ত্রণপত্র বিতরণ করে। কিন্তু দুপুর থেকেই হাজার হাজার মানুষ অনুষ্ঠানস্থলে জড়ো হতে শুরু করে। শুটিংয়ের সময় ঘনিয়ে এলে আমন্ত্রিত নয় এমন হাজারো মানুষ ভিতরে ঢোকার চেষ্টা করে। একপর্যায়ে অনিয়ন্ত্রিত জনস্রোত অনুষ্ঠানস্থলে প্রবেশ করলে বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়। সেটি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে উপস্থাপক হানিফ সংকেত দর্শকদের মাটিতে বসার অনুরোধ করেন। এরপর সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ম্যাগাজিন অনুষ্ঠানের শুটিং শুরু হয়। কিন্তু কিছুক্ষণ পরই দর্শকদের মধ্যে হাতাহাতি শুরু হলে প্রায় দুই ঘণ্টা শুটিং বন্ধ থাকে। বেশির ভাগ দর্শক চলে যাওয়ার পর রাত ১১টার দিকে সীমিত সংখ্যক দর্শক নিয়ে পুনরায় শুটিং শুরু হয় এবং রাত ১টার দিকে তা শেষ হয়।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews