মোস্তাফিজুর রহমান আরেকবার দেখালেন অভিজ্ঞতার কী দাম! নিজের প্রথম ওভারেই দিয়েছেন ১৭ রান, যার ১৬–ই প্রথম চার বলে খাওয়া বাউন্ডারি থেকে। এরপরও নিজের নামের প্রতি কমই সুবিচার করতে পারছিলেন বাঁহাতি এই পেসার। ফিল্ডিংয়েও মাঝেমধ্যেই মনে হয়েছে নিজের মধ্য নেই।
কিন্তু ঠিক সময়ে ঠিক কাজটা করাই বড় ক্রিকেটারদের দায়িত্ব। জানিত লিয়ানাগে যখন শ্রীলঙ্কার জয়টাকে সময়ের ব্যাপার বানিয়ে ফেলছিলেন, তখনই মোস্তাফিজ শর্ট অব লেংথে স্লোয়ার ছাড়লেন। ফ্লিক খেলতে গিয়ে লিয়ানাগে সময়ের আগে কবজি ঘুরিয়ে তুলে দিলেন ফিরতি ক্যাচ। এক ম্যাচ বাকি থাকতেই শ্রীলঙ্কার সিরিজ জয়ের স্বপ্নের সমাধি আসলে সেখানেই।