পৃথিবীর অনেকে দেশে রয়েছে রক্ষণশীল শাসনব্যবস্থা। এসব দেশে অনেক পোশাক নিষিদ্ধ।

শুধু পোশাক নয়, দেশটিতে নিষিদ্ধ রয়েছে অনেক ধরনের সাজের কায়দা। আসুন জেনে নিই, উত্তর কোরিয়ার ‘অদ্ভুত’ নিষেধাজ্ঞা সম্পর্কে।

নামদামি কোম্পানির টি-শার্ট: বিশ্বের নামিদামি টি-শার্ট প্রস্তুতকারী কোম্পানির অনেকগুলো ইউরোপ এবং আমেরিকার প্রতিষ্ঠান। উত্তর কোরিয়ায় সেই সব কোম্পানির টি-শার্ট পরিধানে নিষেধাজ্ঞা রয়েছে। তবে দেশে তৈরি টি-শার্ট পরতে পারেন নাগরিকরা।

আঁটো জিন্স: উত্তর কোরিয়ার শাসকের মতে, এটি দেশের সংস্কৃতির পরিপন্থী। একেবারে পশ্চিমী সংস্কৃতির অঙ্গ আঁটো জিন্স। তাই দেশটির শাসক কিম জং উন এ ধরনের প্যান্ট নিষিদ্ধ ঘোষণা করেছেন।

ছেঁড়া জিন্স: আঁটো জিন্সের মতো নিষিদ্ধ ছেঁড়া জিন্স। কারণও সেই এক। এটি পশ্চিমের সংস্কৃতির অঙ্গ।

অবিবাহিত মেয়েদের বড় চুল: বিয়ে না হলে উত্তর কোরিয়ায় বড় চুল রাখার ব্যাপারে নিষেধাজ্ঞা রয়েছে।  

ফুটো করানো: নাক বা ঠোঁট ফুটো করানো দেশটিতে একেবারে নিষিদ্ধ। খুব বেশি হলে কানে ফুটো করানো যেতে পারে। তাও একটির বেশি নয়।

চুলে রং: ২৮ রকমের চুলের কায়দা বলা আছে দেশের নিয়মে। এর মধ্যে থেকেই পুরুষদের যে কোনও একটি বেছে নিতে হয়। এর বাইরে নতুন কোনও কায়দায় চুল কাটা যায় না। রং তো মোটেই নয়।

চামড়ার ট্রেঞ্চ কোট: এই বিশেষ ধরনের কোট পরেন খোদ কিম জং নিজে। ফলে দেশের আর কারও এ ধরনের কোট পরার অধিকার নেই।

মাও জে দংয়ের মতো স্যুট: এ ধরনের স্যুটও কিম জং উন পরেন। তাই দেশের বাকি কারও এই স্যুট পরার অনুমতি নেই।

চশমা: উত্তর কোরিয়ায় চশমার ওপর নিষেধাজ্ঞা নেই। তবে সেই চশমার সঙ্গে যেন কিম জং উনের চশমার কোনও মিল না থাকে। বিশেষ করে রঙে।

সূত্র: আনন্দবাজার পত্রিকা

বাংলাদেশ সময়: ১৭৪৯ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০২১
এনএসআর



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews