২০১৫ সালে মার্ক জাকারবার্গ ফেসবুকে এক পোস্টে জানান, এমপিকে ২০-এর লক্ষ্য ছিল ফেসবুকের প্রকৌশলী দলগুলো যেন একসঙ্গে কাজ করতে পারে এবং একে অপরের সঙ্গে বিভিন্ন ধারণা যেন ভাগাভাগি করে নিতে পারে। এই চিন্তা থেকেই নিখুঁত একটা স্থান তৈরি করতে চেয়েছিলেন। ফেসবুকের ওকুলাস ভিআর টিমের একজন কর্মী যেন হোয়াটসঅ্যাপ টিমের একজনের সঙ্গে সহজেই কাজের জায়গা ভাগ করে নিতে পারেন। অফিসের কর্মীরা যেন চলাফেরা বেশি করেন, ডিজাইনে সে বিষয়টিও প্রাধান্য পেয়েছে। কারণ, এক জায়গায় বসে বসে কাজ করলে ভিন্ন ধারা বা বিপ্লবী ধারণার জন্ম হয় না। কর্মীরা চাইলে তাঁদের ডেস্ক রং করে বা আসবাব এদিক–ওদিক সরাতেও পারেন। এমনকি একটি পুরোনো আলমারিও আছে, যেটাকে একটা আর্কেডে রূপান্তরিত করা হয়েছে, যেখানে ভিআর গেম, ড্যান্স ড্যান্স রেভল্যুশনের মতো ক্ল্যাসিক গেম খেলার ব্যবস্থা আছে।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews