আর্থিক প্রতিবেদনের তথ্য অনুযায়ী, ২০২১–২২ অর্থবছরে ওয়ালটন ফ্রিজ, ফ্রিজার ও কম্প্রেসর বিক্রি করেছিল ৫ হাজার ৬২৪ কোটি টাকার। আর সর্বশেষ ২০২২–২৩ অর্থবছরে কোম্পানিটি ফ্রিজ, ফ্রিজার ও কম্প্রেসর বিক্রি করেছে ৪ হাজার ৩৩২ কোটি টাকার। সেই হিসাবে এক বছরে এই কোম্পানির ফ্রিজ, ফ্রিজার ও কম্প্রেসর বিক্রি কমেছে ১ হাজার ২৯২ কোটি টাকা বা প্রায় ২৩ শতাংশ।

একইভাবে ২০২১–২২ অর্থবছরে ওয়ালটন টিভি বিক্রি করেছিল ৮৮৮ কোটি টাকার, যা ২০২২–২৩ অর্থবছরে কমে ৬০৭ কোটি টাকায় নেমে আসে। এক বছরে দেশের বাজারে কোম্পানিটির টেলিভিশন বিক্রি কমেছে ২৮১ কোটি টাকা বা প্রায় ৩২ শতাংশ। ২০২১–২২ অর্থবছরে এই প্রতিষ্ঠানের তৈরি গৃহস্থালিতে ব্যবহার্য ইলেকট্রনিকস পণ্য বিক্রি করেছিল ৪৮৫ কোটি টাকার, যা গত অর্থবছরে কমে হয় ৩৫০ কোটি টাকা। এক বছরে তাদের গৃহস্থালিতে ব্যবহার্য ইলেকট্রনিকস সামগ্রীর বিক্রি কমেছে ১৩৫ কোটি টাকা বা ২৮ শতাংশ।

দেশে ফ্রিজ–টিভি বিক্রি কমে যাওয়ার কারণ হিসেবে পণ্যমূল্য বৃদ্ধি ও মানুষের ক্রয়ক্ষমতা কমে যাওয়াকে প্রধান কারণ হিসেবে উল্লেখ করেছেন ওয়ালটনের কোম্পানি সচিব রফিকুল ইসলাম। তিনি প্রথম আলোকে বলেন, ‘ডলারের মূল্যবৃদ্ধির কারণে আমাদের কাঁচামাল আমদানির খরচ বেড়ে গেছে। তাই বাধ্য হয়ে আমাদের পণ্যের দাম সমন্বয় করতে হয়েছে। এ ছাড়া উচ্চ মূল্যস্ফীতির কারণে সাধারণ মানুষের ক্রয়ক্ষমতা কমে যাওয়ায় তাঁরা টিভি–ফ্রিজের মতো পণ্য কেনা কমিয়ে দিয়েছেন।’



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews