শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি লিনডে বাংলাদেশ তাদের প্রতি শেয়ারের বিপরীতে রেকর্ড ৪১০ টাকা লভ্যাংশ ঘোষণা করেছে। গত ৩১ জুলাই শেষে কোম্পানিটির অন্তর্বর্তীকালীন আর্থিক প্রতিবেদন নিরীক্ষা করে এই লভ্যাংশ ঘোষণা করা হয়েছে। গতকাল বুধবার কোম্পানি পরিচালনা পর্ষদের সভায় লভ্যাংশ ঘোষণার এই সিদ্ধান্ত নেওয়া হয়।
দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটের মাধ্যমে আজ বৃহস্পতিবার বিনিয়োগকারীদের এই তথ্য জানানো হয়েছে। কোম্পানিটি বলেছে, সম্প্রতি তারা তাদের সহযোগী প্রতিষ্ঠানের ব্যবসা বিক্রি করেছে। সেই ব্যবসা বিক্রির আয়ের অংশ থেকে বিনিয়োগকারীদের ৪১০০ শতাংশ লভ্যাংশ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। তাতে কোম্পানিটির প্রতিটি শেয়ারের বিপরীতে একজন বিনিয়োগকারী লভ্যাংশ হিসেবে পাবেন ৪১০ টাকা।