ইতিমধ্যে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের সময় ট্রাম্পকে সমর্থন দিয়ে তাঁর ঘনিষ্ঠ হয়ে উঠেছেন সামাজিক যোগাযোগমাধ্যম এক্সের মালিক ইলন মাস্ক। তাঁর সঙ্গে জাকারবার্গের সম্পর্কও তিক্ত। এর আগে ইলন মাস্ক জাকারবার্গকে লড়াইয়ের আমন্ত্রণ জানিয়েছিলেন। নির্বাচনের পর থেকে তিনি মার–আ–লাগোতে নিয়মিত যাচ্ছেন। ট্রাম্পের সঙ্গে বুধবারের রাতের খাবারে ইলন মাস্ক উপস্থিত ছিলেন কি না, তা জানা যায়নি।
ট্রাম্পের ডেপুটি চিফ অব স্টাফ স্টিফেন মিলার ফক্স নিউজকে বলেন, জাকারবার্গ স্পষ্ট করেছেন যে তিনি ট্রাম্পের নেতৃত্বে আমেরিকার নতুন রূপকে সমর্থন করতে চান।