নেতৃত্ব যেন শুভমান গিলের জন্য হয়ে উঠেছে পরশ পাথর। যেখানে অন্যরা দায়িত্বের চাপে ভেঙে পড়েন, সেখানে গিল যেন উড়ছেন। একের পর এক কীর্তিতে ইতিহাস গড়ছেন।

গিলের কীর্তিতে একদিকে যখন ভারত গড়ছে রান পাহাড়, অন্যদিকে সেই পাহাড়ের চাপে কোণঠাসা ইংল্যান্ড। এজবাস্টনে ইংলিশদের জয়ের জন্য ৬০৮ রানের লক্ষ্য ছুড়ে দিয়েছে গিলের দল।

তবে এত রান তাড়া করে কোনো দলের জয়ের রেকর্ড নেই টেস্টে। চতুর্থ ইনিংসে সর্বোচ্চ ৪১৮ রান তাড়া করে জিতেছিল ওয়েস্ট ইন্ডিজ। আর ইংলিশদের রান তাড়া করে জয়ের রেকর্ডটা ৩৭৮ রানের।

রান তাড়ায় ৩ উইকেটে ৭২ রান তুলে চতুর্থ দিনটা শেষ করেছে ইংল্যান্ড। আউট হয়ে গেছেন জ্যাক ক্রলি, বেন ডাকেট ও জো রুট। জয়ের জন্য এখনো চাই ৫৩৬ রান, হাতে মাত্র ৭ উইকেট।

শনিবার এজবাস্টন টেস্টের চতুর্থ দিনটা যতটা না ভারতের, তারচেয়েও বেশি শুভমান গিলের। হেডিংলিতে অধিনায়কত্বের অভিষেকে সেঞ্চুরি করা গিল এজবাস্টনে ইতিহাসই বদলে দিলেন।

দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে পেয়ে যান ডাবল সেঞ্চুরি, করেন ২৬৯ রান। আর আজ নিজেদের দ্বিতীয় ইনিংসেও পান সেঞ্চুরি। ১৬২ বলে ১৬১ রানের বিস্ফোরক ইনিংস খেলেন। দুই ইনিংস মিলিয়ে তার রান ৪৩০!

এক টেস্টে যা দ্বিতীয় সর্বোচ্চ রান। এর চেয়ে বেশি রান আছে কেবল গ্রাহাম গুচের, ৪৫৬। তবে ভারতের হয়ে গিলই সেরা, ভেঙেছেন সুনীল গাভাস্কারের ৩৪৪ রানের রেকর্ড। তাছাড়া বিদেশের মাটিতেও যা সবার সেরা।

গিলের এমন দাপুটে ব্যাটিংয়ে প্রথম ইনিংসে ৫৮৭ রান তুলার পর দ্বিতীয় ইনিংসে তুলে ৬ উইকেটে ৪২৭ রান। দুই ইনিংস মিলে ভারতের সংগ্রহ ১০১৪ রান। যা ভারতের ইতিহাসের সর্বোচ্চ।

১ উইকেটে ৬৪ রান নিয়ে দিনটা শুরু করা ভারতের স্কোর বড় করতে ভূমিকা রাখেন লোকেশ রাহুল (৫৫), রিশভ পান্ত (৬৫) ও রবীন্দ্র জাদেজা (৬৯*)। স্টোকস ও জশ টাং নেন ২টি করে উইকেট।

রান তাড়ায় ইংল্যান্ড দ্বিতীয় ওভারেই হারায় জ্যাক ক্রলিকে (০)। বেন ডাকেটও থিতু হতে পারেননি, ভালো শুরু করে ফেরেন ২৫ রানে। এই ধাক্কা সামলে উঠার আগেই বিদায় নেন জো রুটও (৬)।

৫০ রানে ৩ উইকেট হারানোর পর ওলে পোপ ও হ্যারি ব্রুক মিলে আরো ২২ রান তুলে দিন শেষ করেছে। পোপ ২৪ ও ব্রুক অপরাজিত আছেন ১৫ রানে।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews