আজ রোববার (৬ জুলাই) ৯১ বছরে পদার্পণ করেছেন শান্তিতে নোবেল পুরস্কারজয়ী দালাই লামা। জন্মদিনের প্রাক্কালে তাঁর দীর্ঘ আয়ুষ্কাল কামনা করে গতকাল এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে ভক্তদের সামনে নিজের আয়ুষ্কাল নিয়ে ভবিষ্যদ্বাণী করতে গিয়ে এ কথা বলেন দালাই লামা। তবে গত বছরের ডিসেম্বরে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে দালাই লামা ১১০ বছর বাঁচবেন বলে মন্তব্য করেছিলেন।
গতকাল প্রার্থনার ফাঁকে দালাই লামা ভক্তদের উদ্দেশে বলেন, ‘আমি এ পর্যন্ত বৌদ্ধধর্ম ও তিব্বতের সব প্রাণীর বেশ ভালোভাবে সেবা করতে পেরেছি। এরপরও ১৩০ বছরের বেশি বাঁচতে চাই।’ এ কথা শুনে ভক্ত–অনুরাগীরা করতালি দিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন।
উত্তর ভারতের রাজ্য হিমাচল প্রদেশের ধর্মশালার ম্যাকলয়েডগঞ্জে গতকাল এই অনুষ্ঠানে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে হাজারো ভক্ত-অনুরাগী অংশ নেন। ১৯৫৯ সালে চীনে মাও সে–তুংয়ের কমিউনিস্ট শাসনের বিরুদ্ধে ব্যর্থ বিদ্রোহের পর চতুর্দশ দালাই লামা ধর্মশালায় নির্বাসনে যান। এর পর থেকে সেখানেই বসবাস করছেন তিনি। গতকাল ধর্মশালায় একটি বৌদ্ধমন্দিরে সেই বিশেষ আয়োজনে প্রায় দেড় ঘণ্টার মতো প্রার্থনা করেন তিনি।