প্রবাসে আগামী প্রজন্মকে বাংলা সংস্কৃতিতে উৎসাহিত করতে আরব আমিরাতে ইউনিভার্সেল কালচারাল এসোসিয়েশন অব বাংলাদেশ (ইউকেব) নামে একটি সাংস্কৃতিক সংগঠন আত্মপ্রকাশ করেছে। 

শনিবার রাতে (১৮ নভেম্বর) এই উপলক্ষে শারজা আল জোবায়ের ফার্ম হাউসে এক ঝাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। 

অনুষ্ঠানে সংগঠনের নেতৃবৃন্দরা বলেন, ‘দেশের মাটিতে নতুন প্রজন্মরা বাংলা সংস্কৃতি কালচার সম্পর্কে তেমন একটা জানেনা। তাই বাংলার ইতিহাস ঐতিহ্য ও সংস্কৃতি সম্পর্কে এগিয়ে নেওয়ার জন্য এবং বাংলার ইতিহাস কৃষ্টি এবং সংস্কৃতিকে বিদেশের মাটিতে তুলে ধরার জন্য এই আয়োজন।’ 

সংগঠক আহমেদ আলী জাহাঙ্গীরের সভাপতিতে অনুষ্ঠানে বক্তব্য রাখেন- সেলিম রায়হান, সৈয়দ আরিফ, মামুন রেজা, শামস সুমন, মোবারক হোসেন, লুৎফুর  রাসেল, এহসান, নাসির উদ্দিন কাউসার, মো. রাসেল, আবুল বাসার, রোমানা আক্তার চৌধুরী, জেরিন তামান্না, আয়েশা সিদ্দিকা, সামিয়া আলম, সাজিয়া শারমিন, নাজনীন রাসেল, জাকিয়া সুলতানা লাবনী, ইসরাত জাহান হুরা, তানিয়া শাহাজাদী নোভা, সাহিদা আফরিন সেজুতি, ফারহানা শর্মি, নিশাত জাহান চৌধুরী নিশু প্রমুখ। 

আলোচনা শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সংগীত পরিবেশনায় লুৎফুর রাসেল, সামস সুমন, সৈয়দ আরিফ, লাবনী, নাজনীন প্রমুখ।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews