অ্যান্ড্রু টাইয়ের স্লোয়ার ফুল টস তুলে মারলেন জেমস বাজলি। লং অন থেকে অনেকটা দৌড়ে ডিপ মিডউইকেটে ক্যাচ নিলেন স্টিফেন এস্কিনাজি। সেই সঙ্গে অস্ট্রেলিয়ান পেসার স্পর্শ করলেন দারুণ এক মাইলফলক। একই সঙ্গে নাম তুললেন রেকর্ড বইয়ে।

টি-টোয়েন্টি ক্রিকেটে দ্রুততম ৩০০ উইকেট নেওয়ার রেকর্ড গড়েছেন টাই। তিনি ভেঙে দিয়েছেন আফগানিস্তানের লেগ স্পিনার রশিদ খানের রেকর্ড। ২৯৯ উইকেট নিয়ে গত শনিবার পার্থ স্কর্চার্সের হয়ে ব্রিজবেন হিটের বিপক্ষে বিগ ব্যাশের ফাইনালে খেলতে নামেন টাই। পার্থ স্টেডিয়ামে প্রথম ইনিংসের ও নিজের কোটার শেষ ওভারে বাজলিকে ফিরিয়ে তিনি ছুঁয়ে ফেলেন মাইলফলক।

৩০০ উইকেটের ঠিকানায় পৌঁছতে ৩৬ বছর বয়সী টাইয়ের লাগল ২১১ ম্যাচ। রশিদের লেগেছিল ২১৩ ম্যাচ। তালিকায় তিন নম্বরে থাকা সাবেক শ্রীলঙ্কান পেসার লাসিথ মালিঙ্গার লেগেছিল ২২২ ম্যাচ। টাই রেকর্ড গড়ার দিনটা রাঙিয়েছেন শিরোপা জিতে। ব্রিজবেনকে ৫ উইকেটে হারিয়ে পঞ্চম শিরোপা জিতেছে পার্থ স্কর্চার্স।



বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews