ভারত-মার্কিন সম্পর্ক সামাল দেওয়ার বিষয়ে ট্রাম্পের প্রথম দফার প্রশাসনের চেয়ে বাইডেনের প্রশাসনকেই বেশি সমর্থন করেছেন ভারতীয় বংশোদ্ভূত মার্কিনরা।

জরিপকালে দ্বিপক্ষীয় সম্পর্কের ক্ষেত্রে যুক্তরাষ্ট্রে দ্বিতীয় মেয়াদে ট্রাম্পের ক্ষমতায় আসার পরিবর্তে ডেমোক্র্যাট প্রার্থী কমলা হ্যারিসের আসাকেই পছন্দ করার কথা জানান ওই ভারতীয়রা।

তবে রিপাবলিকান দলের সমর্থক, এমন ভারতীয় মার্কিনদের মধ্যে ৬৬ শতাংশ জানান, তাঁদের বিশ্বাস, ট্রাম্পই ভারত-মার্কিন সম্পর্কের ক্ষেত্রে বেশি ভালো ছিলেন। বিপরীতে, ডেমোক্র্যাট সমর্থক ভারতীয় মার্কিনদের মধ্যে এ মতের পক্ষে ছিলেন মাত্র ৮ শতাংশ, অর্থাৎ তাঁদের ৯২ শতাংশই ট্রাম্পের বিপক্ষে।

অন্যদিকে, এ বিষয়ে ভারতীয় মার্কিন ডেমোক্র্যাটদের অর্ধেক বাইডেনের পক্ষে সমর্থন দেন। এ মতের পক্ষে ছিলেন ১৫ শতাংশ রিপাবলিকান।

ভারতীয় মার্কিনদের মধ্যে অধিকাংশই ডেমোক্র্যাট সমর্থক হওয়ায় জরিপে বাইডেনের পক্ষেই তাঁদের সমর্থন বেশি দেখা গেছে।

প্রসঙ্গত, দ্বিতীয় মেয়াদে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের দায়িত্ব নেওয়ার পর গত ফেব্রুয়ারিতে তাঁর সঙ্গে হোয়াইট হাউসে বৈঠক করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বৈঠকে দুই নেতাই একে অপরের নেতৃত্বের গুণগান করেন। তবে ট্রাম্প তাঁর দেশের পণ্যে ভারতের উচ্চ শুল্ক আরোপের সমালোচনা করে বলেন, ‘এটা এক বড় সমস্যা।’



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews