আইটিএফ এশিয়া অনূর্ধ্ব-১৪ ডেভেলপমেন্ট চ্যাম্পিয়নশিপে খেলতে আজ শ্রীলঙ্কা যাচ্ছে পাঁচ সদস্যের বাংলাদেশ টেনিস দল। দলের সদস্যরা হলেন- বালক বিভাগে বিকেএসপির কাব্য গায়েন ও জাতীয় টেনিস কমপ্লেক্সের আকাশ হোসেন এবং বালিকা বিভাগে জাতীয় টেনিস কমপ্লেক্সের হুমায়রা হায়দার জারা ও মাদারীপুর টেনিস ক্লাবের জান্নাত হাওলাদার। সঙ্গে অধিনায়ক হিসাবে যাচ্ছেন আইটিএফ লেভেল-১ সার্টিফাইড কোচ রাজনিতা চৌধুরী। শ্রীলঙ্কায় ১৩ থেকে ১৭ জানুয়ারি পর্যন্ত প্রথম এবং একই ভেন্যুতে ১৯ থেকে ২৩ জানুয়ারি পর্যন্ত অনুষ্ঠিত দ্বিতীয় প্রতিযোগিতায় অংশ নেবে বাংলাদেশ দল।