আশ্রয়প্রার্থীদের জন্য পারিবারিক পুনর্মিলন অবিলম্বে স্থগিত করার নির্দেশ দিয়েছে অস্ট্রিয়ার নতুন সরকার। দেশটিতে অভিবাসন ইস্যুতে চরম ডানপন্থিদের সমর্থন বাড়তে থাকায় এই পদক্ষেপ নেয়া হয়েছে।

নিরাপত্তা সংক্রান্ত ইউরোপীয় ইউনিয়নের জরুরি বিধানের আওতায় তিন-দলীয় জোট সরকার এ ঘোষণা করেছে।

দেশটির চ্যান্সেলর ক্রিশ্চিয়ান স্টোকারের নেতৃত্বাধীন মধ্য-ডানপন্থি পিপল‘স পার্টি ওভিপি বলছে, অস্ট্রিয়া ও এর সিস্টেমে লোক ধারণক্ষমতা সীমিত। অনেক অভিবাসনপ্রত্যাশীর আগমনের ফলে এই সিস্টেমের সক্ষমতা এরই মধ্যে সীমা অতিক্রম করেছে।

সমালোচকরা এই স্থগিতাদেশকে মানবাধিকার লঙ্ঘন বলে অভিহিত করেছেন।

গত মাসে এক সন্দেহভাজন সিরীয় আশ্রয়প্রার্থীর ছুরি হামলার ঘটনা ঘটান। এতে ১৪ বছর বয়সী এক কিশোর নিহত হয়। এরপর অস্ট্রিয়ায় অভিবাসন বিষয়ে উদ্বেগ আরো বেড়েছে। দেশটির সরকার জানিয়েছে, ২০২৩ ও ২০২৪ সালে প্রায় ১৮ হাজার মানুষ পারিবারিক পুনর্মিলনের মাধ্যমে অস্ট্রিয়ায় এসেছেন।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews