বাংলাদেশের ঘাড়ে দেশি-বিদেশি ঋণের স্থিতি বেড়ে দাঁড়িয়েছে ১৮ লাখ ৩২ হাজার ২৮২ কোটি টাকা। এ অঙ্ক গত কয়েক অর্থবছরের প্রায় তিনটি বাজেটের সমান। ঋণের স্থিতির এই হিসাব ২০২৩-২৪ অর্থবছর অর্থাৎ ২০২৪ সালের ৩০ জুন পর্যন্ত। তাতে দেখা যাচ্ছে, এক বছরে ঋণের স্থিতি ২ লাখ ১৪ হাজার ৯৬৯ কোটি টাকা বেড়েছে।
গত ২০২২-২৩ অর্থবছরে মোট ঋণের স্থিতি ছিল ১৬ লাখ ১৭ হাজার ৩১৩ কোটি টাকা ছিল। আর চার বছর আগে তা ছিল ১১ লাখ ৪৪ হাজার ২৯৬ কোটি টাকা। অর্থাৎ চার বছরে ঋণের স্থিতি বেড়েছে ৬ লাখ ৮৭ হাজার ৯৮৬ কোটি টাকা।
অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের পক্ষ থেকে গতকাল বৃহস্পতিবার প্রকাশ করা সরকারের ঋণসংক্রান্ত ত্রৈমাসিক বুলেটিনে এসব তথ্য তুলে ধরা হয়েছে।
অর্থ বিভাগের তথ্য অনুযায়ী, দেশি-বিদেশি মোট ঋণের মধ্যে অভ্যন্তরীণ ঋণের পরিমাণ এই প্রথম ১০ লাখ কোটি টাকা ছাড়িয়েছে। গত জুন শেষে অভ্যন্তরীণ ঋণের স্থিতি বেড়ে দাঁড়িয়েছে ১০ লাখ ২০ হাজার ২০৫ কোটি টাকায়। ২০২১ সালের ৩০ জুন পর্যন্ত যার পরিমাণ ছিল ৭ লাখ ২৩ হাজার ৯৩৯ কোটি টাকা।