ধারাভাষ্যকার হিসেবে কাজ করা ২০০৩ ও ২০০৭ সালের বিশ্বকাপজয়ী অধিনায়ক পন্টিং আইসিসির ম্যাচ সম্প্রচারে বলেন, ‘সত্যি বলতে কি, কয়েকজনের (অস্ট্রেলিয়ান ক্রিকেটার) সঙ্গে সকালে কথা বলেছি, তারা পিচ নিয়ে চিন্তিত ছিল। তাদের বলেছি, “পিচ নিয়ে চিন্তা করো না। এটা ক্রিকেট পিচ, ২২ গজ দীর্ঘ, নেমে নিজের সেরাটি খেলো। তাহলেই জিতবে। তারা তেমন কিছুই করতে পেরেছে।’
আহমেদাবাদে লাখখানেক দর্শককে স্তব্ধ করে দিয়েই শিরোপা জিতেছে ভারত। অন্য জয়গুলোর সঙ্গে তুলনা করতে গিয়ে পন্টিং বলেছেন, ‘ওপরের দিকেই থাকবে (এ পারফরম্যান্স)। কাচের দেয়ালের এ পাশ থেকে দেখাটা সব সময়ই সহজ। কিন্তু এই অস্ট্রেলিয়ান দলের কী দারুণ পারফরম্যান্স! তারা যেভাবে বোলিংয়ে পরিকল্পনা বাস্তবায়ন করেছে, তাদের মাঠের শরীরী ভাষা, এনার্জি—ভারত আসলে সামলাতে পারেনি। অস্ট্রেলিয়ার আসলে এ জয় প্রাপ্য।’