বাংলাদেশ সফরে এসেই হার দেখল আয়ারল্যান্ড। তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম খেলায় ৩৩৮ রানের রেকর্ড গড়ে বাংলাদেশ।





ওয়ানডে ক্রিকেটে বাংলাদেশের করা দলীয় সর্বোচ্চ রান তাড়া করতে নেমে দারুণ শুরু করেছিল আয়ারল্যান্ড।

কোনো উইকেট না হারিয়ে ৬০ রান করা দলটি এরপর মাত্র ১৬ রানের ব্যবধানে ৫ উইকেট হারিয়ে ম্যাচ থেকে কার্যত ছিটকে যায়।

ব্যাটিং বিপর্যয়ের কারণে ৩০.৫ ওভারে ১৫৫ রানে অলআউট হয়ে আয়ারল্যান্ড ম্যাচ হারে ১৮৩ রানের।

খেলা শেষে আয়ারল্যান্ড অধিনায়ক অ্যান্ডি বালবির্নি বলেন, আমরা দারুণ শুরু করেছিলাম। কিন্তু টপাটপ৫ উইকেট পতনের কারণেআমাদের মূল্য দিতে হয়েছে।

তিনি আরও বলেন, আমরা এই হারের জন্য অভিজ্ঞতাকে অজুহাত হিসেবে দাঁড় করাতে চাই না। বাংলাদেশ খুব ভালো ক্রিকেটে খেলে ম্যাচ জিতে নিয়েছে।

সিরিজের দ্বিতীয় ম্যাচটি হবে সোমবার। সেই ম্যাচে ঘুরে দাঁড়ানোর প্রত্যয় ব্যক্ত করে আয়ারল্যান্ড অধিনায়ক বলেন, সোমবার আমরা আরেকটি সুযোগ পাব। আমরা সেই ম্যাচে প্রতিদ্বন্দ্বিতা করতে চাই। আজকের চেয়ে সেদিন ভালো করতে চাই, বিশেষ করে ব্যাট হাতে।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews