ভোলায় নিখোঁজের একদিন পর পুকুর থেকে রফিকুল ইসলাম ওরফে জসিম কডু (৩০) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার রাত ৯ টার দিকে শহরের কলিনাথ রায়ের বাজার হাটখোলা মসজিদের পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
সদর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. জাফর এ তথ্য নিশ্চিত করেছেন।
মৃত জসীমউদ্দিন কডু সদর উপজেলা বাপ্তা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের মৃত কবির হোসেনের ছেলে। তিনি শহরের কিচেন মার্কেটে কসাইয়ের কাজ করতেন।ভোলা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহিন ফকির জানান, শুক্রবার থেকে জসিম নিখোঁজ ছিলেন। ময়না তদন্ত শেষে প্রকৃত ঘটনা জানা যাবে।
বিডিপ্রতিদিন/কবিরুল