রসালো ফল তরমুজ চলে এসেছে বাজারে। এই রমজানে ইফতারে তরমুজের এক গ্লাস ঠান্ডা স্মুদি আপনাকে করবে সতেজ।
যা যা নেবেন: দুই চামচ ম্যাঙ্গো জ্যাম, এক চামচ মধু, এককাপ দই, দুই কাপ তরমুজ, পুদিনাপাতা, আইস কিউব-দারুচিনিগুড়া।
যেভাবে বানাবেন
একটি ব্লেন্ডারের মধ্যে তরমুজ, মধু ও পুদিনা পাতা দিয়ে ব্লেন্ড করুন। এর মধ্যে দই ও দারুচিনির গুড়া দিয়ে আবারও ব্লেন্ড করুন। এরপর একটি গ্লাসে ঢেলে তাতে ম্যাঙ্গো জ্যাম ও আইস কিউব দিয়ে ইফতারে পান করুন মজাদার এই স্মুদি।
বাংলাদেশ সময়: ১১০০ ঘণ্টা, মার্চ ১৩, ২০২৫
এএটি