চিকিৎসা শেষে দেশে ফেরা সংসদের বিরোধীদলীয় নেতা রওশন এরশাদের শারীরিক অবস্থার খোঁজখবর নিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা জিএম কাদের এমপি।





সোমবার টেলিফোনে তিনি রওশন এরশাদের সঙ্গে কথা বলেন এবং তার শারীরিক অবস্থার খবর নেন। জিএম কাদের আগামী দুই-এক দিনের মধ্যে রওশন এরশাদের সঙ্গে দেখা করবেন বলেও তাকে জানান।

জিএম কাদেরের সঙ্গে টেলিফোনে কথা বলার বিষয়টি স্বীকার করে রওশন এরশাদ সোমবার রাতে যুগান্তরকে বলেন, ‘জিএম কাদেরের সঙ্গে আমার কথা হয়েছে। সে নিজেই আমাকে ফোন দিয়েছিল। দুই-এক দিনের মধ্যে আমার সঙ্গে দেখা করতে আসবে বলে সে জানিয়েছে।’

এ সময় তিনি আরও বলেন, জাতীয় পার্টিতে কোনো বিরোধ নেই। সংকটও নেই। যেটুকু সমস্যা আছে তা আমরা একসঙ্গে বসে ঠিক করে ফেলব।

ব‌্যাংককের বামরুদগ্রাদ হাসপাতালে দীর্ঘ পাঁচ মাস চিকিৎসা শেষে রোববার দেশে ফেরেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক রওশন এরশাদ। উঠেছেন গুলশানের একটি অভিজাত হোটেলে।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews