আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের ম্যাচেই ভারতের বিপক্ষে অসামান্য নৈপুণ্যে সাড়া ফেলে দিয়েছেন তানজিম হাসান সাকিব। তবে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী এই তরুণ পেসারের সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত কিছু পোস্ট নিউজফিড থেকে এখন গণমাধ্যমে খবর হয়ে সরগরম হয়ে উঠেছে। ভাইরাল হয়েছে তানজিম হাসান সাকিবের ভেরিফায়েড পেজে ২০২২ সালের ৯ সেপ্টেম্বরের একটি পোস্টের স্ক্রিনশট। পোস্টটি এখন অবশ্য তাঁর টাইমলাইনে নেই। ওই পোস্টের স্ক্রিনশটে লেখা আছে:
‘স্ত্রী চাকরি করলে স্বামীর হক আদায় হয় না, স্ত্রী চাকরি করলে সন্তানের হক আদায় হয় না, স্ত্রী চাকরি করলে তার কমনীয়তা নষ্ট হয়, স্ত্রী চাকরি করলে পরিবার ধ্বংস হয়, স্ত্রী চাকরি করলে পর্দা নষ্ট হয়, স্ত্রী চাকরি করলে সমাজ নষ্ট হয়।