ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশনের (সিবিএফ) সভাপতি হওয়ার দৌড় থেকে সরে দাঁড়িয়েছেন দেশটির কিংবদন্তি ফুটবলার রোনালদো নাজারিও। প্রার্থিতা উপস্থাপন করার জন্য আঞ্চলিক ফেডারেশনগুলো থেকে পর্যাপ্ত সমর্থন পেতে ব্যর্থ হওয়ায় এই সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

ব্রাজিলিয়ান ফুটবলের ‘সবসময়ের মর্যাদা ও সম্মান পুনরুদ্ধার করতে’ ফেডারেশনের সভাপতি নির্বাচনে অংশ নিতে চাওয়ার ইচ্ছার কথা গত ডিসেম্বরে জানিয়েছিলেন দুইটি বিশ্বকাপ জয়ী সাবেক এই ফুটবলার। তবে বার্সেলোনা, ইন্টার মিলান ও রিয়াল মাদ্রিদের সাবেক ফরোয়ার্ড বুধবার (১২ মার্চ) সামাজিক মাধ্যমে এক বিবৃতিতে বলেন, বর্তমান সভাপতি এদনালদো রদ্রিগেজকে চ্যালেঞ্জ জানাতে পারবেন না তিনি। কারণ প্রায় সকল ভোটারের সমর্থন আছে রদ্রিগেজের প্রতি।

তিনি আরও জানান, ২৭টি আঞ্চলিক ফেডারেশনের সঙ্গে আমার প্রথম যোগাযোগে ২৩টির সমর্থন পাইনি আমি। যদি বেশিরভাগ সিদ্ধান্ত গ্রহণকারী বিশ্বাস করেন যে, ব্রাজিলিয়ান ফুটবল ভালো হাতে আছে, তাহলে আমি কী ভাবি, সেটা কোনো বিষয় নয়।

২৭টি আঞ্চলিক ফেডারেশন নিয়ে গঠিত ইলেকটোরাল কলেজ, প্রতিটিতে তিনটি করে ভোট বরাদ্দ আছে। আর শীর্ষ লিগ সেরি ‘আ’র ২০ ক্লাবের প্রত্যেকে দুটি করে ও সেরি ‘বি’র ২০ ক্লাবের প্রত্যেকে একটি করে ভোট দিতে পারবে। আগামী বছরের নির্বাচনে রদ্রিগেজ একমাত্র প্রার্থী হবেন বলে ধারণা করা হচ্ছে।

বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews