লস অ্যাঞ্জেলেসে অভিবাসন নিয়ে প্রতিবাদ শুরু হয়েছে। অনেকে অভিবাসীদের আটক ও বহিষ্কারের বিরুদ্ধে রাস্তা নেমে আসে। এই বিক্ষোভ দিনে দিনে বড়ো আকার নিচ্ছে। কিছু জায়গায় সহিংসতাও হয়েছে।

এই পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রায় ২০০০ জন ন্যাশনাল গার্ড সেনা মোতায়েনের নির্দেশ দেন। তাঁর মতে, লস অ্যাঞ্জেলেসে নিরাপত্তা রক্ষা করা এখন জরুরি। তিনি বলেন, শহরটি ধ্বংসের মুখে ছিল এবং আইনশৃঙ্খলা রক্ষার জন্যই এই ব্যবস্থা নেওয়া হয়েছে।

তবে ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউজম এবং লস অ্যাঞ্জেলেসের মেয়র ক্যারেন বাস এই সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিবাদ করেছেন। তারা বলেন, সেনা মোতায়েন বেআইনি এবং এতে পরিস্থিতি আরও খারাপ হতে পারে। তারা এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়ার কথাও বলেছেন।

বিক্ষোভ চলাকালে একজন ব্রিটিশ সাংবাদিক রাবার বুলেটের আঘাতে আহত হন। পুলিশ দাবি করেছে, কিছু মানুষ শান্তিপূর্ণভাবে প্রতিবাদ করলেও কেউ কেউ ভাঙচুর ও সহিংসতা করেছে, তাই ব্যবস্থা নিতে হয়েছে।

এদিকে, সান ফ্রান্সিসকোতেও অভিবাসন ইস্যুতে বিক্ষোভ হয়েছে। সেখানে অন্তত ৬০ জনকে গ্রেফতার করা হয়েছে।

অনেক মানুষ শান্তিপূর্ণভাবে প্রতিবাদ করছে। কিছু শিক্ষার্থী, মানবাধিকার সংগঠন ও সাধারণ মানুষ শান্তিপূর্ণ সমাবেশের ডাক দিয়েছে। তারা বলছে, ভয় না পেয়ে শান্তিপূর্ণভাবে মত প্রকাশ করতে হবে।

প্রশাসন সবাইকে আইন মেনে চলার অনুরোধ করছে এবং বলেছে, শহরে শান্তি বজায় রাখতে সবাইকে সহযোগিতা করতে হবে। পরিস্থিতি এখন কিছুটা নিয়ন্ত্রণে থাকলেও যেকোনো সময় আবার উত্তেজনা বাড়তে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews