ঢাকা: পরীক্ষামূলক সম্প্রচার শুরু করেছে স্পাইস টেলিভিশন। শুক্রবার (৩০ জুলাই) রাত ১টা ২০ মিনিটে দেশের ৩৭তম টেলিভিশন হিসেবে বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ এর মাধ্যমে সম্প্রচারে আসে ‘স্পাইস’।

এর আগে বুধবার (২৮ জুলাই) বাংলাদেশ স্যটেলাইট কোম্পানি লিমিটেড (বিএসএল)-এর সঙ্গে টেলিভিশনটির বাণিজ্যিক চুক্তি স্বাক্ষরিত হয়। এ সময় বিএসসিএলের পক্ষ থেকে চুক্তি সই করেন বিএসসিএলের ব্যবস্থাপনা পরিচালক (অতিরিক্ত দায়িত্ব), মো. শফিকুল ইসলাম ও স্পাইস টিভির প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হাসান।

স্পাইস টেলিভিশনের ডাউনলিংক প্যারামিটার-স্যাটেলাইট-বঙ্গবন্ধু স্যাটেলাইট (বিএস-১), ডাউনলিংক ফ্রিকোয়েন্সি-৪৬৮০ মেগাহার্জ, সিম্বল রেট-৩০০০০ কেএসপিএস, পোলারাইজেশন-হরাইজন্টাল, মড্যুলেশন-৮ পিএসকে, এফইসি-২/৩, কম্প্রেশন: এইচইভিসি (এইচডি)।

বাংলাদেশ সময়: ১৫০০ ঘণ্টা, জুলাই ৩০, ২০২১
এমএইচ/আরবি



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews