অন্যের অপকর্ম, চাঁদাবাজি আর দুষ্কর্মের দায় বিএনপির ওপর চাপানো হয় বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।

বিজ্ঞাপন

বুধবার (১২ মার্চ) দুপুরে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি আয়োজিত এক কর্মশালায় তিনি এ মন্তব্য করেন।

এ সময় নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়ে মির্জা আব্বাস বলেন, এমন কর্মকাণ্ডের প্রতিবাদ ও প্রতিরোধ গড়ে তুলতে হবে। 

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, কিছু লোভী রাজনৈতিক দল নির্বাচনের বিরোধিতা করছে। 

বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, জনপ্রিয়তা নেই এমন দল যেকোনো উপায়ে ক্ষমতায় আসতে চায়। তারা ভোট ও নির্বাচনকে ভয় পায়। যতই ভোটের সময় আসছে, একটি পক্ষ ততই টালাবাহানা করছে। 

আওয়ামী লীগের মতো কেউ কেউ দেশকে নিজেদের তালুকদারি ভাবছে বলেও কর্মশালায় বিএনপির এ নেতা মন্তব্য করেন।

বিজ্ঞাপন

আরটিভি/আইএম-টি 



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews