তেহরানে নিযুক্ত জার্মান রাষ্ট্রদূতকে তলব করা হয়েছে। ইরানের সাম্প্রতিক ঘটনাবলী নিয়ে জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলের বিশেষ সভা করার জন্য জার্মান সরকারের উদ্যোগের পর রাষ্ট্রদূতকে তলব করে তেহরান।





ইরনা জানিয়েছে, মানবাধিকার পরিষদের বিশেষ প্রস্তাব পাসের ঘটনাকে একটি ভুল ও রাজনৈতিক উদ্দেশ্যমূলক পদক্ষেপ বলে প্রত্যাখ্যান করেছে ইরান।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানয়ানি সাফি সোমবারজার্মান রাষ্ট্রদূতকে জানিয়ে দিয়েছেন, রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত ওই ‘ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি’কে সহযোগিতা করবে না ইরান।

ইরানের ওপর যুক্তরাষ্ট্রের একপেশে নিষেধাজ্ঞার প্রতি যেসব ইউরোপীয় দেশ সমর্থন দিয়ে ইরানি জনগণের অধিকার লঙ্ঘন করেছে তারা মানবাধিকার লঙ্ঘনের দাবি তোলার অধিকার রাখে না বলে জার্মান রাষ্ট্রদূতকে জানিয়ে দেওয়া হয়েছে।

ইরানে নিযুক্ত জার্মান রাষ্ট্রদূত হ্যান্স উদো মোতসেল বলেছেন, যত তাড়াতাড়ি সম্ভব তিনি তার দেশের যথাযথ কর্তৃপক্ষের কাছে ইরানের বক্তব্য তুলে ধরবেন। এর আগেও জার্মান চ্যান্সেলরের দায়িত্বহীন বক্তব্যের প্রতিবাদ জাানতে হ্যান্স উদোকে তলব করা হয়েছিল।

বার্তা সংস্থা ইসনা জানিয়েছে, জার্মান কর্মকর্তাদের ভিত্তিহীন ও হস্তক্ষেপমূলক আচরণের প্রতিবাদ জানাতেই তেহরানে নিযুক্ত জার্মান রাষ্ট্রদূত হ্যান্স উদো মোতসেলকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হয়েছে।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews