যেভাবে বুঝবেন
ডেঙ্গু হলে জ্বরের সঙ্গে মাথা ও পেশিতে ব্যথা হয়ে থাকে। চিকুনগুনিয়ার ক্ষেত্রে জ্বরের সঙ্গে জয়েন্ট বা অস্থিসন্ধিতে প্রচণ্ড ব্যথা হয়। কখনো জয়েন্ট ফুলেও যায়। চিকুনগুনিয়ায় শুরুতেই ত্বকে র্যাশ (লাল লাল দানা) দেখা দেয়। ডেঙ্গুর র্যাশ সাধারণত তিন থেকে পাঁচ দিন পর আসে। জটিলতা হিসেবে নাক দিয়ে বা চোখের কনজাংটিভায় (চোখের একটি পাতলা ও স্বচ্ছ আবরণ) রক্তক্ষরণের মতো বিষয় ডেঙ্গুতে দেখা যায়। তবে চিকুনগুনিয়ার ক্ষেত্রে এটা দেখা যায় না।
সাধারণ রক্ত পরীক্ষায় চিকুনগুনিয়ায় লিম্ফোসাইটের (শ্বেতরক্তকণিকা) সংখ্যা হ্রাস দেখা যেতে পারে। ডেঙ্গুতে প্লাটিলেট (অণুচক্রিকা) কমতে পারে। হিমোডাইনামিক জটিলতা, যেমন প্লাজমা লিকেজের লক্ষণ, হিমাটোক্রিটের পরিবর্তন, রক্তচাপ কমে যাওয়ার মতো সমস্যা ডেঙ্গুতে হতে পারে। ডেঙ্গু হলে প্রথম দিকে অ্যান্টিজেন টেস্ট ও কয়েক দিন দেরিতে অ্যান্টিবডি টেস্ট করা হয়। কিন্তু টেস্ট নেগেটিভ হলেই নিশ্চিত হওয়ার কিছু নেই। বস্তুত লক্ষণ, উপসর্গ, জটিলতার দিকেই মনোযোগ দিতে হবে বেশি।