বর্তমানে নিষিদ্ধ সিএফসির বদলে হাইড্রোফ্লোরো কার্বন (এইচএফসি) ব্যবহার করা হচ্ছে। এই গ্যাস ওজোন স্তরের ক্ষতি না করলেও বৈশ্বিক উষ্ণায়নে ব্যাপক প্রভাব ফেলছে। কার্বন ডাই–অক্সাইডের তুলনায় ১৪ গুণ বেশি ভূমিকা রাখছে তা। এখন শীতাতপনিয়ন্ত্রণ যন্ত্রের পাশাপাশি গাড়িতে এইচসিএফসির বহুল ব্যবহার করা হচ্ছে।

উইলসনের বইয়ে এসির ব্যবহার বন্ধ করতে বলা হয়নি। তিনি স্বীকার করেছেন, দাবদাহের মধ্যে রেফ্রিজারেন্ট জীবন রক্ষাকারী হিসেবে কাজ করে। এই অধ্যাপক বলেছেন, দীর্ঘ সময় উষ্ণ তাপমাত্রা মানুষের মানসিক ও শারীরিক দক্ষতা কমিয়ে দেয়।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews