প্রথম আলোর লেখকদের একটি মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে শনিবার। রাজধানীর কারওয়ান বাজারে প্রথম আলো কার্যালয়ে অনুষ্ঠিত এই আলোচনা থেকে দেশের রাজনৈতিক পরিস্থিতি, জুলাই গণ–অভ্যুত্থান ও গণমাধ্যম নিয়ে নানা অভিমত ও পরামর্শ উঠে আসে।
অনুষ্ঠানের শুরুতে লেখকদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান। প্রথম আলোর দীর্ঘ ২৬ বছরের পথচলায় নানা বাধা–বিপত্তি, সীমাবদ্ধতা, সমস্যা ও সম্ভাবনার কথা তুলে ধরেন তিনি।
লেখকেরা প্রথম আলোর বস্তুনিষ্ঠ সাংবাদিকতার প্রশংসা করেন। বিশেষ করে জুলাই গণ–অভ্যুত্থানের সময়ে অনেক বাধা ও প্রতিকূলতার মধ্যেও প্রথম আলো যে সাহসী ভূমিকা রেখেছে সে জন্য বিশেষভাবে ধন্যবাদ জানান।