সাউথইস্ট ব্যাংক, সম্প্রতি রিটেইল প্রোডাক্ট নলেজ, ক্রেডিট অ্যাসেসমেন্ট টুলস এবং বিপণন কৌশলের ওপর দিনব্যাপী এক বুনিয়াদি কর্মশালার আয়োজন করে। কর্মশালায় ৫৯ জন অ্যাসোসিয়েট রিলেশনশীপ অফিসার উপস্থিত ছিলেন। সাউথইস্ট ব্যাংক করপোরেট এবং এসএমই ব্যাংকিংয়ের পাশাপাশি রিটেইল ব্যাংকিং সেবাতেও গুরুত্ব আরোপ করে আসছে। রিটেইল ব্যাংকিং ডিভিশন প্রতি বছরেই যুগোপযোগী বিভিন্ন ধরনের প্রোডাক্ট তৈরি করে ব্যক্তি পর্যায়ের চাহিদা পূরণে কাজ করে যাচ্ছে, তারই ধারাবাহিকতায় রিটেইল ব্যাংকিং ডিভিশন হোম লোন, কার লোন, পারসোনাল লোন ও ডক্টরস লোনের মতো প্রোডাক্ট নিয়ে এসেছে। এ ছাড়াও বিভিন্ন রকম ক্যাম্পেইন আয়োজন করে গ্রাহকদের ব্যাংকের প্রতি আকৃষ্ট করতে কাজ করে যাচ্ছে। সাউথইস্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক নুরুদ্দিন মো: ছাদেক হোসাইন প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ও বিভিন্ন যুগোপযোগী নির্দেশনামূলক বক্তব্য দেন। অনুষ্ঠানে সাউথইস্ট ব্যাংকের মিস সায়মা বানু, ডিরেক্টর ট্রেইনিং, রিটেইল ব্যাংকিং ডিভিশনের হেড মো: আব্দুল কাদেরসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।





Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews