ঢাকা: পৃথিবীর যেকোনো জায়গায় বসে এখন থেকে বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) অনুষ্ঠান দেখতে অ্যাপ চালু করা হয়েছে।

বুধবার (১২ মে) সচিবালয়ে এক অনুষ্ঠানে বিটিভির এ অ্যাপের উদ্বোধন করেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।

তথ্যমন্ত্রী বলেন, পৃথিবীর যেকোনো প্রান্তে বসে এখন বিটিভি দেখা যাবে। মানুষের ব্যস্ততা বেড়ে যাওয়ায় এখন সময় করে আর প্রতিদিন টিভির সামনে সবাই বসতে পারেন না। সবার হাতেই এখন মোবাইল ফোন। যুগের সঙ্গে তাল মিলিয়ে বিটিভি অ্যাপ চালু করা হয়েছে। এটি প্রশাংসার দাবি রাখে।

ঢাকা ও চট্টগ্রাম কেন্দ্র এবং ১৪টি উপকেন্দ্রের মাধ্যমে বর্তমানে বিটিভির সম্প্রচার কার্যক্রম পরিচালিত হচ্ছে জানিয়ে মন্ত্রী বলেন, আরও ছয়টি বিভাগীয় শহরে আগামী দুই বছরের মধ্যে বিটিভির ছয়টি কেন্দ্র স্থাপন করা হবেও বলে জানান তথ্যমন্ত্রী।

বিটিভির মহাপরিচালক সোহরাব হোসেন বলেন, বিটিভিকে আরও বেশি মানুষের কাছে নিতে এ অ্যাপ তৈরি করা হয়েছে।

‘লকডাউন’ বাড়ানো হবে কিনা এমন প্রশ্নে হাছান মাহমুদ বলেন, ঈদের পরে লকডাউন বাড়বে কিনা সে বিষয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় জানাবে। সবসময় ‌লকডাউন দেওয়া সমাধান নয়। স্বাস্থ্যবিধি মানাই যথেষ্ট।

বাংলাদেশ সময়: ১৫২২ ঘণ্টা, মে ১২, ২০২১
এমআইএইচ/ওএইচ/



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews