আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়ে জাতীয় দলের ক্রিকেটার তামিম ইকবাল বলেছেন, ‘২০২৩ বিশ্বকাপের আগে যা হয়েছে, আমার জন্য তা বড় ধাক্কা ছিল। যেহেতু ক্রিকেটীয় কারণে আমি দলের বাইরে যাইনি।’

শুক্রবার (১০ জানুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে এমন কথা লেখেন। 

তামিম ইকবাল ভক্তদের কাছে দুঃখ প্রকাশ করে বলেছেন, ওই বিশ্বকাপের পর আমি যেখানেই গিয়েছি, ক্রিকেট ভক্তদের অনেকে বলেছেন- তারা আমাকে আবার জাতীয় দলে দেখতে চান। তাদের ভালোবাসার কথা ভেবেছি আমি। আমার ঘরেও একজন অনুরাগী আছে। আমার ছেলে কখনও আমাকে সরাসরি বলেনি, কিন্তু তার মাকে বারবার বলেছে- বাবাকে আবার দেশের জার্সিতে খেলতে দেখতে চায়।’

তিনি লেখেন, ‘ভক্তদের হতাশ করার জন্য আমি দুঃখিত। ছেলেকে বলছি- তুমি যেদিন বড় হবে, সেদিন বাবাকে বুঝতে পারবে।’

উল্লেখ্য, ২০২৩ সালের জুলাইয়ে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলেছিলেন তামিম ইকবাল। পরে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুরোধে ফিরলেও দুটি ওয়ানডে খেলে চলে যান জাতীয় দলের বাইরে। টি-টোয়েন্টি ক্রিকেট থেকে আনুষ্ঠানিক অবসর নিলেও এখনও টেস্ট ও ওয়ানডের সঙ্গে আছেন বাঁহাতি এই ওপেনার।

আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠেয় চ্যাম্পিয়ন্স ট্রফিতে তাকে পাওয়ার আশা করছে বিসিবি। তার মতামত জানতে গত ৮ জানুয়ারি (বুধবার) তার সঙ্গে বৈঠকেও বসেছিল নির্বাচক কমিটি। যদিও সভাতে কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি বলে জানিয়েছিলেন প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু। দুই একদিনের মধ্যেই তামিমের খেলা না খেলার ব্যাপারে জানা যাবে বলেও জানিয়েছিলেন সাবেক এই অধিনায়ক। শেষ পর্যন্ত আন্তর্জাতিক ক্রিকেটকেই বিদায় বলে দিলেন তামিম।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews