গত ১৯ নভেম্বর প্রথম আলোর প্রথম পাতায় ‘৩ কেন্দ্রে গড়ে ৯৮% ভোট’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। এই প্রতিবেদনের পর ২৪ নভেম্বর তুলসীরচর ইউনিয়নের ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডে ৯৬ থেকে ৯৯ শতাংশ ভোট পড়া, ব্যালট পেপার খোয়া যাওয়া, নৌকার প্রার্থী মো. শহিদুল্লাহ ও তাঁর কর্মীদের প্রিসাইডিং কর্মকর্তাকে আটকে নতুন ফলাফল শিট তৈরি করার বিষয়টি তদন্তের নির্দেশ দিয়েছিল ইসি। ময়মনসিংহের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তাকে এসব অভিযোগ সরেজমিন তদন্ত করে সাত কার্যদিবসের মধ্যে সচিবালয়ের নির্বাচন সহায়তা-২ শাখায় পাঠানোর নির্দেশ দিয়েছিল ইসি।