আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটের অন্যতম সেরা ব্যাটার হিসেবে বিবেচিত নিকোলাস পুরান হঠাৎ করেই সব ধরনের আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন। সোমবার রাতে ইনস্টাগ্রামে দেওয়া এক পোস্টে তিনি এই ঘোষণা দেন।
পুরান জানিয়েছেন, তিনি এখন থেকে শুধু ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটেই মনোযোগ দেবেন। এর কয়েক দিন আগেই দক্ষিণ আফ্রিকার হাইনরিখ ক্লাসেনও আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছিলেন। এরপরই পুরানের এই অবসরের ঘোষণায় ক্রিকেটবিশ্বে আলোচনার ঝড় উঠেছে নতুন করে।
পুরান লিখেছেন, ‘অনেক ভাবনা ও চিন্তার পর আমি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিচ্ছি। এই খেলাটা আমাদের অনেক কিছু দিয়েছে এবং ভবিষ্যতেও দেবে। আনন্দ, উদ্দেশ্য, অসাধারণ কিছু স্মৃতি এবং ওয়েস্ট ইন্ডিজের মানুষদের প্রতিনিধিত্ব করার সুযোগ।’
‘ম্যারুন জার্সি পরে, জাতীয় সংগীতের সময় মাঠে দাঁড়িয়ে, আমি প্রতিবার মাঠে নামার সময় আমার সবকিছু দিয়ে খেলেছি... এসব অনুভূতির প্রকাশ করা কঠিন। দলের অধিনায়ক হিসেবে নেতৃত্ব দেওয়া আমার জন্য দারুণ গর্বের।’
পুরান ভক্তদের ধন্যবাদ জানিয়ে বলেন, ‘আপনাদের ভালোবাসা সবসময়ই ছিল। খারাপ সময়ে সাহস জুগিয়েছেন, আর ভালো সময়গুলো উদযাপন করেছেন দুর্দান্তভাবে।’
পরিবার, বন্ধু ও সতীর্থদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, ‘তোমাদের বিশ্বাস ও সমর্থন আমাকে সব সময় এগিয়ে নিয়ে গেছে।’
সবশেষে পুরান বলেন, ‘এই আন্তর্জাতিক অধ্যায় শেষ হলেও, ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটের প্রতি আমার ভালোবাসা কখনও কমবে না। আমি দলের জন্য এবং এই অঞ্চলের জন্য সব সময় শুভকামনা জানাব।’
২৯ বছর বয়সী পুরান এখন পর্যন্ত ওয়েস্ট ইন্ডিজের হয়ে সবচেয়ে বেশি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন। ১০৬ ম্যাচে ২,২৭৫ রান করে তিনিই দলের ইতিহাসের সর্বোচ্চ টি-টোয়েন্টি রান সংগ্রাহক।
পুরানের এই সিদ্ধান্ত ক্রিকেট দুনিয়ায় বড় একটা ধাক্কা হিসেবেই এসেছে। কারণ তিনি এখনো খেলার মতো দারুণ ফর্মে ছিলেন।