ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলার বিভিন্ন ক্যাটাগরির স্টল/প্যাভিলিয়ন/ রেস্টুরেন্ট বরাদ্দ অনলাইন প্রক্রিয়ায় সম্পন্ন করার জন্য মেলা আয়োজক সংস্থা রফতানি উন্নয়ন ব্যুরো নতুন সফটওয়্যার তৈরি করেছে। সফটওয়্যারটি ব্যবহার করে ২৯তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলায় অংশগ্রহণে আগ্রহী স্থানীয় প্রতিষ্ঠানগুলো তাদের পছন্দ অনুযায়ী বিভিন্ন ক্যাটাগরির স্পেস বরাদ্দের জন্য অনলাইনে আবেদন করতে পারবে।
আবেদনকারী প্রতিষ্ঠানগুলোকে মেলার স্পেস বরাদ্দ গ্রহণের জন্য উদ্ধৃত দর/মূল্য ফি/চার্জ সোনালী ব্যাংক পিএলসির নিজস্ব পেমেন্ট গেটওয়ে ‘সোনালী পেমেন্ট গেটওয়ে’-এর মাধ্যমে অনলাইনে জমা করতে হবে।

এ উপলক্ষে রফতানি উন্নয়ন ব্যুরো ও সোনালী ব্যাংক পিএলসির প্রধান কার্যালয়ের গতকাল স্বাক্ষরিত হলো এক সংযোজন চুক্তি /Addendum Agreement। ব্যুরোর পক্ষে চুক্তিতে স্বাক্ষর সচিব (উপসচিব) ও ডিআইটিএফের পরিচালক বিবেক সরকার এবং সোনালী ব্যাংক পিএলসির পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন মহাব্যবস্থাপক মো: মনিরুজ্জামান।
সফটওয়্যারটি (ওয়েব লিংক : http://services.mincom.gov.bd/portal/ditf) ব্যবহারের ক্ষেত্রে কোনো ধরনের অসুবিধা দেখা দিলে “হেল্পলাইন (01966249225, 01686177828, 01711378181)-এ ফোন করে সাহায্য নেয়া যাবে। সফটওয়্যারটি তৈরিতে কারিগরি সহায়তা প্রদান করেছে Syntech Solution Ltd. নামক আইটি প্রতিষ্ঠান। বিজ্ঞপ্তি।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews