নারায়ণগঞ্জ: ঢাকা চট্টগ্রাম মহাসড়কে নারায়ণগঞ্জের মদনপুর এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি ট্রাক বিদ্যুতের খুঁটিকে সজোরে ধাক্কা দিলে ১০টি বিদ্যুতের খুঁটি পড়ে যায়।  

এতে সড়কে যান চলাচল বন্ধ হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

সোমবার (২০ নভেম্বর) রাতে মহাসড়কের মদনপুর এলাকায় এ ঘটনার পর খবর পেয়ে পুলিশসহ বিভিন্ন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান।

ট্রাফিক পুলিশ সূত্রে জানা গেছে, রাত ১০টার পর একটি গাড়ি সজোরে ধাক্কা দেয় মহাসড়কের পাশের একটি বিদ্যুতের খুঁটিতে। এ সময় সেটি সড়কে পড়ে গেলে সেটার তারে যুক্ত আরও ১০টি খুঁটিও সড়কে পড়ে যায়। এতে বাস, প্রাইভেটকার ও কাভার্ডভ্যানসহ অন্তত ৫টি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়। তবে কেউ হতাহত হয়নি।

এ ঘটনার পর তাৎক্ষণিকভাবে বন্ধ হয়ে আশপাশের এলাকাগুলোতে বিদ্যুৎ সরবরাহ। দুর্ঘটনার পর মহাসড়কে যানজট দেখা দেয়।  

ট্রাফিক পুলিশের শিমরাইল ক্যাম্পের ইনচার্জ (টিআই) শরফুদ্দিন জানান, একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে একটি খুঁটিতে ধাক্কা দিলে ঘটনাটি ঘটে। ১০টি খুঁটি সড়কে পড়েছে। এ সময় সেখানে কয়েকটি যানবাহন ক্ষতিগ্রস্ত হলেও কেউ হতাহত হয়নি। আশপাশে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। ঢাকা সিলেট সড়কে ডাইভারশন করে যান চলাচল করানোয় এখন পর্যন্ত যানজট তেমন হয়নি।

বাংলাদেশ সময়: ১১৩৯ ঘণ্টা, নভেম্বর ২০, ২০২৩
এমআরপি/জেএইচ



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews