অবশেষে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক পদ হারালেন নাজমুল হাসান পাপন। টানা ৩টি বোর্ড সভায় অনুপস্থিত থাকার কারণে বুধবার বিসিবির সভায় তার পদ শুন্য ঘোষণা করা হয়। একই কারণে বিসিবির পরিচালক পদ হারিয়েছেন আরো ১০ জন। সবমিলিয়ে পরিচালক পদ শুন্য হয়েছে ১৫টি।
বিসিবি সভায় পাপন ছাড়াও ইসমাইল হায়দার মল্লিক, আ জ ম নাছির উদ্দিন, শেখ সোহেল, মঞ্জুর কাদের, ওবেদ নিজাম, তানভীর আহমেদ টিটু, গাজী গোলাম মোর্ত্তজা, নজীব আহমেদ, অ্যাডভোকেট আনোয়ারুল ইসলাম ও শফিউল আলম চৌধুরী নাদেলের পরিচালক পদ বাতিল ঘোষণা করা হয়। এছাড়া আগেই মারা গেছেন বরিশাল বিভাগীয় ক্রীড়া সংস্থার আলমগীর হোসেন আলো।
এছাড়া পদত্যাগ পত্র গ্রহণ করা হয়েছে নাঈমুর রহমান দুর্জয়, খালেদ মাহমুদ সুজন ও এনায়েত হোসেন সিরাজের। সবমিলিয়ে এই ১৫টি পরিচালক পদ শুন্য হয়েছে। এবার এই পদগুলোয় গঠনতন্ত্র অনুসারে প্রক্রিয়া মেনে নির্বাচন অনুষ্ঠিত হবে।
গত আগস্টেই পদত্যাগ করেছেন জালাল ইউনুস এবং জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) কোটা থেকে বাদ দেওয়া হয় আহমেদ সাজ্জাদুল আলম ববিকে। এর বাইরে কাজী ইনাম আহমেদ, মাহবুব আনাম, ইফতেখার আহমেদ মিঠু, আকরাম খান, ফাহিম সিনহা, সাইফুল আলম স্বপন, মঞ্জুরুল আলম ও সালাউদ্দিন চৌধুরী সক্রিয় পরিচালক হিসেবে বিসিবির সব কার্যক্রমেই আছেন।
গত ২১ আগস্ট বিসিবির সভাপতি হন ফারুক আহমেদ এবং পরিচালক হন নাজমূল আবেদিন ফাহিম। দু’জনকে এনএসসি কোটায় কাউন্সিলর হিসেবে বিসিবির পরিচালক করা হয় প্রথমে। তারা জালাল ও ববির জায়গায় আসেন। পরবর্তীতে উপস্থিত পরিচালকদের ভোটে ফারুক সভাপতি নির্বাচিত হন।
বিসিবি যাতে প্রয়োজনীয় কার্যকলাপ চালানোর ক্ষেত্রে যথেষ্ট প্রতিক্রিয়াশীল হতে পারে সেজন্য বিসিবি সভায় গঠনতন্ত্র সংশোধন কমিটি গঠণের সিদ্ধান্ত নেওয়া হয়। সেই কমিটির আহ্বায়ক করা হয়েছে নাজমূল আবেদিন ফাহিমকে। তারা বর্তমানে বিসিবির যে গঠনতন্ত্র রয়েছে তা পর্যালোচনা করে উন্নতির জায়গাগুলো সনাক্ত করবে এবং প্রয়োজনীয় সংশোধনী আনার প্রস্তাব দেবে।