ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক নবীউল্লাহ নবী বলেছেন, ‘গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করতে বিএনপি অঙ্গীকারবদ্ধ। এখন সময় এসেছে দেশের মানুষের ভোট ও ভাতের অধিকার ফিরিয়ে দেওয়ার। সব ষড়যন্ত্র মোকাবিলা করে দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে আমরা নতুন বাংলাদেশ গড়বো ইনশাআল্লাহ।’

মঙ্গলবার বিকালে রাজধানীর গোলাপবাগ মাঠে যাত্রাবাড়ী থানা বিএনপির আয়োজনে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রদত্ত ৩১ দফায় জনসম্পৃক্ততার এক কর্মশালার আলোচনা সভায় তিনি একথা বলেন। এতে সভাপতিত্ব করেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক রফিকুল আলম মজনু।

নবীউল্লাহ নবী বলেন, ‘অন্তর্বর্তীকালীন সরকারকে জনগণের ভাষা বুঝতে হবে। অবিলম্বে মানুষের ভোটের অধিকার ফিরিয়ে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করা না গেলে সংকট আরও বাড়বে। আমরা চাই নির্বাচন কমিশনের সংস্কারের পাশাপাশি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরিয়ে আনা হোক।’

তিনি আরও বলেন, ‘বিগত স্বৈরাচারী সরকার দেশের রাষ্ট্রযন্ত্রকে ধ্বংস করে দিয়ে গেছে। তারা ক্ষমতা চিরস্থায়ী করতে সংবিধানে কাটাছেঁড়া করে জনগণের সাথে বেইমানি করেছে। ইতিহাস তাদের ক্ষমা করেনি, আজ স্বৈরাচারীরা আস্তাকুঁড়ে নিক্ষিপ্ত হয়েছে।’

নবীউল্লাহ নবী বলেন, ‘আমরা দেশের মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠা করার জন্য আন্দোলন-সংগ্রাম করেছি। দেশ থেকে ফ্যাসিবাদীদের পতন হলেও গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হয়নি। উল্টো দেশ নিয়ে গভীর ষড়যন্ত্র চলছে। ফ্যাসিবাদ বিরুদ্ধে আমাদের ঐক্য ধরে রাখতে হবে। দেশি-বিদেশি সকল ষড়যন্ত্র মোকাবিলা করতে বিএনপির নেতাকর্মীরা প্রস্তুত।’

ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য সচিব তানভীর আহমেদ রবিনের সঞ্চালনায় কর্মশালায় আলোচনা সভায় অংশ নেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন, বিএনপির বাণিজ্য বিষয়ক সম্পাদক সালাহ উদ্দীন আহমেদ, যুগ্ম আহ্বায়ক হারুন উর রশীদ হারুন, আ ন ম সাইফুল ইসলাম, লিটন মাহমুদ, হাজী মনির হোসেন চেয়ারম্যান, মকবুল ইসলাম খান টিপু, ফরহাদ হোসেন, শ্রমিক দলের ঢাকা মহানগর দক্ষিণের আহবায়ক সূমন ভূইয়া, সাধারণ সম্পাদক বদরুল আলম সবুজ, মহিলা দলের ঢাকা মহানগর দক্ষিণের আহবায়ক রুমা আকতার, ছাত্রদল নেতা শামীম মাহমুদ, আবদুর রহিম ভূঁইয়া প্রমুখ।

বিডি-প্রতিদিন/শআ



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews