আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলে দিয়েছেন তামিম ইকবাল। দিনকয়েক আগেই অবশ্য পাকিস্তানের সাবেক অধিনায়ক শহীদ আফ্রিদির সঙ্গে এক ভিডিওতে অবসরের ইঙ্গিত দিয়েছিলেন। তবে অনেকেই ধারণা করেছিলেন, হয়ত আগামী ফেব্রুয়ারিতে চ্যাম্পিয়ন্স ট্রফি দিয়েই ক্যারিয়ারের ইতি টানবেন দেশসেরা ওপেনার। তবে শেষ পর্যন্ত সে টুর্নামেন্টের মাসখানেক আগেই অবসরের ঘোষণা দিয়ে দিলেন তিনি।
শুক্রবার (১০ জানুয়ারি) রাত পৌনে ১১টায় এক ফেসবুক পোস্টে ভক্তদের সঙ্গে অবসরের সিদ্ধান্ত শেয়ার করেন তামিম। সে পোস্টের শেষভাগে তার ‘বিশেষ’ একজন ভক্তের কথা উল্লেখ করে আবেগে ভেসেছেন তিনি।
তামিম লিখেছেন, ‘আমার ঘরেও একজন অনুরাগী আছে। আমার ছেলে কখনও আমাকে সরাসরি বলেনি, কিন্তু তার মাকে বারবার বলেছে, বাবাকে আবার দেশের জার্সিতে খেলতে দেখতে চায়। ভক্তদের হতাশ করার জন্য আমি দুঃখিত। ছেলেকে বলছি, তুমি যেদিন বড় হবে, সেদিন বাবাকে বুঝতে পারবে।’
এছাড়া অবসর ঘোষণার সময় নিয়ে তামিমের ব্যাখ্যা, ‘অনেক দিন ধরেই এটা নিয়ে ভাবছিলাম। এখন যেহেতু সামনে চ্যাম্পিয়ন্স ট্রফির মতো বড় একটি আসর সামনে, আমি চাই না আমাকে ঘিরে আবার অলোচনা হোক এবং দলের মনোযোগ ব্যাহত হোক।’
২০০৭ সালের ৯ ফেব্রুয়ারি জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় তামিম ইকবালের। এরপর দীর্ঘ ক্যারিয়ারে খেলেছেন ৭০ টেস্ট, ২৪৩ ওয়ানডে ও ৭৮টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি। এর মধ্যে ৭০ টেস্টে তার রান ৫১৩৪। সাদা পোশাকে ১০ সেঞ্চুরির পাশাপাশি ৩১টি ফিফটি রয়েছে তার।
২৪৩ ওয়ানডেতে ১৪ সেঞ্চুরি আর ৫৬ ফিফটিতে তামিমের রান ৮৩৫৭। আর এক সেঞ্চুরি ও ৭ ফিফটি সহযোগে ৭৮ আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে নিজের নামের পাশে জমা করেছেন ১৭৫৮ রান।
তিন ফরম্যাট মিলিয়ে তামিমের রান সংখ্যা ১৫,২৪৯–যা আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের ক্রিকেটারদের মধ্যে সর্বোচ্চ।