ইসরায়েলের লেবাননে স্থল আক্রমণ ইরানের ওপর বড় চাপ সৃষ্টি করেছে। এই পরিস্থিতিতে আন্তর্জাতিক মহল থেকে ইরানের প্রত্যুত্তরের প্রত্যাশা বাড়ছে।

ইস্তাম্বুল সাবাহাত্তিন জাইম বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর ইসলাম অ্যান্ড গ্লোবাল অ্যাফেয়ার্সের পরিচালক সামি আল-আরিয়ান জানান, ইরান বর্তমানে কঠিন অবস্থায় রয়েছে এবং ইসরায়েলের এই যুদ্ধকে তারা ‘গণহত্যামূলক’ হিসেবে বিবেচনা করছে।

আল-জাজিরার সাথে আলাপচারিতায় আল-আরিয়ান বলেন, ইরানকে এই যুদ্ধের পুরো অংশীদার হিসেবে বিবেচনা করা হচ্ছে। তবে আমি মনে করি না যে তারা সরাসরি এখনই যুক্ত হবে। তবে তিনি উল্লেখ করেন, ইরান হিজবুল্লাহকে সমর্থন দিয়ে ইসরায়েলের যুদ্ধযন্ত্রের মোকাবিলায় সহায়তা করবে।

তিনি আরও বলেন, হিজবুল্লাহর প্রচুর সম্পদ রয়েছে, যা মূলত ইরানের মাধ্যমে সরবরাহ করা হয়। যদিও ইরান সরাসরি এই সংঘাতে অংশগ্রহণ করতে চায় না, তবে হিজবুল্লাহকে সমর্থন দিয়ে তারা পরোক্ষভাবে যুক্ত থাকবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

বিডিপ্রতিদিন/কবিরুল



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews